সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) দিঘলীয়া ইউনিয়নের চাচিতারা বাজার মাঠ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কদ্দুস খান (মাখন মিয়া)।
দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিন্সিপাল মশিউর রহমান হেলালীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব আবুল বাশার (চেয়ারম্যান)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান ।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল কদ্দুস খান (মাখন মিয়া) বলেন, আমাদের দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র-জনতার আন্দোলনে আমরা দীর্ঘ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। এই মুক্তির সাধ আজ সার্বজনীন। জনসাধারনকে মনে রাখতে হবে স্বর্ণীভর বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নাই। এসময় তিনি উপস্থিত জনতাকে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্ববান জানান।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব আবুল বাশার বলেন, বিএনপি দেশ ও জনগনের দল। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীকে দেশ ও জনগনের সেবায় আত্ম-নিয়োগ করতে হবে। মনে রাখতে হবে, বিএনপিতে দুস্কৃতিকারী, দুর্নীতিবাজ ও চাদাঁবাজদের কোন জায়গা হবে না।
উপজেলা যুবদলের আহ্ববায়ক জনাব আমীর হামজা বলেন, বিএনপি একটি প্রগতিশীল রাজনৈতিক দল। আগামীতে দেশ গড়তে বিএনপির বিকল্প নাই।
এ সময় তিনি দেশ ও জনগনের স্বার্থেই আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্ববান জানান। তিনি বলেন, সকল জনগনকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরে আমরা আগামীতে একটি স্বর্ণীভর ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রাজা মিয়া (প্রদর্শক পাকুটিয়া বিসিআরজি কলেজ), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শাহীন আজাদ বিপ্লব, আব্দুর রহমান, খোরশেদ আলম নোমানসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।