মানিকগঞ্জ-সাটুরিয়ায় মল্লিক ফাউন্ডেশনের উদ্যোগে পারস্পারিক সম্প্রীতি ও সাম্প্রদায়ীক ঐক্য’ বিষয়ে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শক্রবার (৪ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় সদর উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহযোগী প্রভাষক জনাব মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মো. আক্কাস আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. সামছুল আলম মাষ্টার (প্রধান শিক্ষক, রায়পুরা উচ্চ বিদ্যালয়)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ওহেদুজ্জামান, ইঞ্জিনিয়ার রাজীব হাসান, শাহজাহান ইসলাম সাজু (সাবেক উপজেলার চেয়ারম্যান, সাটুরিয়া) এবং আমীর হামজা (সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্ববায়ক)।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব সামছুল আলম মাষ্টার বলেন, বৃহত্তর ভাবনাকে সফল করতে হলে ক্ষুদ্র সম্প্রদায়ের লোকদের ঐক্যের বিকল্প নাই। মল্লিক সম্প্রদায় একটি মর্যাদাপূর্ণ সম্প্রদায়। কিছু অসহিষ্ণু মানুষ বিভিন্ন কারণে মল্লিক সম্প্রদায়কে ছোট করে দেখেন। এই সকল সংর্কীনমনা মানুষের মোকাবেলায় আজ মল্লিক সম্প্রদায়ের ঐক্যের বিশেষ প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব আমীর হামজা বলেন, সাটুরিয়া উপজেলার মল্লিক সম্প্রদায় অত্যন্ত মার্জীত ও শিক্ষিত জনগোষ্ঠি। বিগত সময়ে অত্র উপজেলার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পদে মল্লিক সম্প্রদায়ের লোকেরা নেতৃত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে- ইনশাল্লাহ।
মানিকগঞ্জ জেলা তাঁতীদলের উদাহারণ টেনে তিনি আরো বলেন, আমার ভাই এ্যাড. আব্দুর রাজ্জাক বর্তমানে জেলা তাঁতীদলের সাধারন সম্পাদক। আমি র্দীঘ সময় আমার ভাইয়ের সাথে থেকে অত্র উপজেলার মল্লিক সম্প্রদায়ের লোকদের নানান ভাবে সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো।
দীর্ঘ দুঃশাসনের পর এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হবার-কথা বলার। কেবল মাত্র ঐক্যবদ্ধ সিদ্ধান্তই পারে একটি নিদিষ্ট লক্ষ্য অর্জন করতে। আমি ব্যক্তিগত ভাবে মল্লিক সম্প্রদায়কে একটি সু-সংগঠিত ও ঐক্যবদ্ধ সম্প্রদায় হিসাবে দেখতে চাই।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব আরিফুল হক সুমন, রাকিবুল হাসান, মাজেদুল ইসলাম বাবুল, বরকত মল্লিক, প্রেসক্লাব- সাটুরিয়ার প্রচার সম্পাদক জনাব মো. নজরুল ইসলাম প্রমুখ।