ফরিদপুর-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৭ জন নিহত ও কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের সদর উপজেলার বাখুণ্ডার শরীফ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবউজ্জান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহ-যোগিতায় উদ্ধার কাজ চালানো হয়। এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।