মানিকগঞ্জের সাটুরিয়ায় ময়না আক্তার (৩৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামের এ ঘটনা ঘটে। আত্মহননকারী নাম ময়না আক্তার। সে একই গ্রামের অটো চালক জামাল মিয়ার স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই ময়না ও জামালের মধ্যে পারিবারিক কলহ সব সময় লেগেই থাকত। এর জেরে পরিবারের লোকজনের অগোচরে নিজ বসত ঘরের পূর্ব পশ্চিম পাশের রুমে বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে ময়না।জানাগেছে ময়না আক্তারের ময়নাল হোসেন (১৮) হৃদয় হোসেন (১৩) নামের দুই পুত্র সন্তান রয়েছে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।আইনগত ব্যবস্থা নেয়া হবে প্রক্রিয়াধীন।