চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলার মনাকষা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ও চোরাচালানকৃত ১০টি ভারতীয় গরু আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেসনোটে অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি চোরাচালানকৃত ১০টি গরু আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ১০ এপ্রিল মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার বিষয়টি জানতে পারে।
৫৩ বিজিবির টহলদল আনুমানিক রাত পৌনে ৪টার দিকে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি মালিকবিহীন গরু বাঁধা অবস্থায় খুঁজে পায়।
গরুগুলো অবৈধভাবে ভারত থেকে চোরাচালান করে এনে বেঁধে রাখা হয়েছিল। এগরুগুলো দেশের বিভিন্ন হাটে নিয়ে বিক্রয় করা হতো। গরুগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির- উজ-জামান পিএসসি।