মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ নদীর উত্তর পাড় এলাকায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে মোসাম্মৎ ইতি আক্তার (২৫) নামে এক পোশাক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে হরগজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইতি আক্তার প্রবাসী মো. লাবু মিয়ার স্ত্রী জানা গেছে। ইতি-লাবু দম্পতির ইফাত (৭) নামের একটি ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যায় ইতি। শ্বশুর মোহাম্মদ আলী নাতি ইফাতকে ডাকতে এসে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে।
মোহাম্মদ আলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঘরে ঢুকে লাশ নামিয়ে ইতিকে মৃত দেখতে পান। থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
উল্লেখ্য যে, ইতি আক্তার গোলড়া আকিজ টেক্সটাইলে চাকরি করতেন। দীর্ঘ দিন যাবৎ প্রবাসী স্বামীর সাথে তার মনোমালিন্য চলছিল।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।