মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেভিল হান্ট অপারেশনে ছয় ডেভিলকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির হোসেন দুর্লভ (৪২), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৪৪)।
সাটুরিয়া থানা পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপি নেতা মো. শাহিন খান বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। ওই মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিনুর রহমান জানান, সারাদেশব্যাপী ডেভিল হান্ট অপারেশনে চালমান রয়েছে। তার অংশ হিসাবে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আসামীদের জেল-হাজতে পাঠানো হয়েছে।