দেশের বিভিন্ন স্থানে ছয় দফা দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
পটুয়াখালী: জুমার নামাজের পর দুপুর আড়াইটায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল বের করেন। মিছিলটি জামে মসজিদ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে শহিদ হৃদয় তরুয়া চত্বরে আসে।
এরপর সেখান থেকে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে গিয়ে কিছু সময় অবস্থান করেন। আবহাওয়া প্রতিকূল হলেও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: বিকেলে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে মহাসড়কের এক পাশে বসে তারা প্রতিবাদ জানান।
খুলনা: দুপুর ৩টার দিকে নগরীর খালিশপুরের খুলনা সরকারি পলিটেকনিক ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীদের অনেকে কাফনের কাপড় পরে অংশ নেন।
নরসিংদী: নরসিংদীতে দুপুর ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শাহে প্রতাব এলাকার পলিটেকনিক ইন্সটিটিউট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ছয় দফার বাস্তবায়ন, সচিবালয়ে ‘নাটকীয়’ বৈঠক ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।
ঝিনাইদহ: ঝিনাইদহে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে শতাধিক শিক্ষার্থী মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নেন। ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে কর্তৃপক্ষ। তবে আলোচনায় সন্তুষ্ট না হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।