মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে পরিচালনা করে আওয়ামী লীগের ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোনায়েম হোসেন ধানকোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার।
পুলিশ জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এই সময় তিনি আরো উল্লেখ করেন, আইন শৃঙ্খলার উন্নতি ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।