বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. সফিকুর রহমান বলেছেন, “জুলাই আন্দোলনে আহত ও নিহতদের বিচার ও সংস্কারের আগে কোনভাবেই নির্বাচন জনগণ মেনে নেবে না। আগে ফ্যাসিস্টের বিচার ও সংস্কার করতে হবে। তারপর নির্বাচন। শনিবার (১৯ এপ্রিল) বিকালে জলঢাকা স্টেডিয়াম মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, “আওয়ামী লীগ দেশ প্রমিক ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার মধ্য দিয়ে তাদের হত্যা মিশন শুরু করে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেনা কর্মকর্তাদের হত্যার বিচার, শাপলা চত্বরে আলেমদের হত্যা বিচারসহ সকল হত্যার বিচার করবে।”
জামায়াত আমির বলেন, “অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের দেশের উন্নয়নে আমরা সিদ্ধান্ত নেব। কারো চাপিয়ে দেওয়া সিন্ধান্ত আমরা মেনে নেব না।”
জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেসুর রহমানের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত ও শিবিরের নেতারা বক্তব্য রাখেন।