বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজী-দফায় দফায় হামলা-পাল্টা হামলা-আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৩ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাব-গঞ্জের শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজারে ককটেলবাজী, দফায় দফায় হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখা কে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দু’দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে একটি সন্ত্রাসী চক্র বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে বিষয়টি বিএনপির দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

এসময় চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন। পরে বিএনপি’র এক নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।

যে কোন সময়, কোন অপ্রীতিকর ঘটনার আশংকা করছেনএলাকাবাসী। শনিবার দিবাগত রাত (২০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ছত্রাজিত পুর বাজারে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী চক্রের হামলায় ৩ জন আহত এবং ৩টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় ছত্রাজিতপুর ফুলতলা বাজারে ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমানের ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি ৩টি মোটরসাইকেল রাখে।

রাসেল প্রথমে তাদের দোকানের সামনে থেকে মোটরসাইকেলগুলো সরানোর অনুরোধ করলেও তারা কোন কথায় কান দেয়নি। একপর্যায়ে এ নিয়ে রাসেলের সাথে তাদের কথা কাটাকাটি হয়।

এ সময় মোটরসাইকেল আরোহীদের একজন বোমা মেরে ছত্রাজিতপুর বাজার উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে উত্তেজনা বেড়ে যায় এবং স্থানীয়রা তাদের ঘিরে ফেলে এবং মারধর করে। ধাস্তাধস্তির একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

কিছুক্ষণ পর রাত সোয়া ৮ টার দিকে দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে তারা ঐ এলাকায় ৪ টি ককটেল ছুড়লে তিনটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অতর্কিত হামলা চালানো হয়
মিন্টুর বাড়িতে। এ সময় স্থানীয় সাংবাদিক জুয়েল কে বেরধরক পিটিয়ে আহত করা হয়।

এদিকে, গোরস্থানের মসজিদের মাইকে সন্ত্রাসীরা বাজার লুটপাটে এসেছে এবং তাদের প্রতিহত করার ঘোষণা দেয়ার পরপরই মিন্টুর সমর্থকরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের অবরোধ করে বিক্ষুদ্ধরা।

ফলে উভয় পাশে আটকে যায় শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক (সম্প্রতি
দায়িত্ব পাওয়া) আশরাফুল হক ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে।

ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকেরঅনুসারী রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলী এ ঘটনার জন্য দায়ী। এ নিয়ে ছত্রাজিতপুর বাজারে সালিশ বৈঠকের জন্য আহবায়ক কে বলা হয়েছে।

তিনি এ শর্ত মেনে সালিসে না বসলে এ নিয়ে মানববন্ধন ও আইনী ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কাউকে আটক করা যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD