শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

চাঁপাইনবাবগঞ্জে ককটেলবাজীর ঘটনায় গ্রেফতার-৭

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৮ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় কিশোর গ্যাংএর আধিপত্য বিস্তারে ককটেলবাজীর ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ২২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় কিশোর গ্যাংএর আধিপত্য বিস্তারে ককটেলবাজীর ঘটনা ঘটে।

এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। প্রেক্ষিতে অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ এপ্রিল ঘটনার রাতেই ৪জন এবং ২৩ এপ্রিল আরও ৩জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের এক প্রেসনোটে বৃহস্পতিবার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা এলাকায় ককটেল বিষ্ফোরণের ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের পিটিআই বস্তির আনোয়ার হোসেননের ছেলে মো: সোহেল (২৭), মোহাম্মদ রাজুর ছেলে মো: রোমান আলী ওরফে রোহান (১৯), মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ হোসেন (২৮), শফিকুল ইসলামের ছেলে মো: রিফাত (২১), একই এলাকার হাসমতের ছেলে মোঃ হাসিব (১৮), ফারুক হোসেনের ছেলে মো: রায়হান ওরফে ফরহাদ (১৮) এবং শহরের মসজিদপাড়ার সারোয়ারদির ছেলে মো: পারভেজ ওরফে মোরসালিন (১৯)।

এঘটনায় জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD