বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাটপনিউজ২৪.কম-এ দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। সরাসরি যোগাযোগ করুন -banglatopnews24@gmail.com. মোবাইল-০১৭৪৩৯৯৮৭৪১.

বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে মসজিদের মুয়াজ্জিন উধাও !

রিপোর্টার নাম
  • আপডেটের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮৩ সময় দেখুন

পরকীয়ার সম্পর্কে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন মসজিদের মুয়াজ্জিন মোশাররফ হোসেন। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার মুলাদী উপজেলার পূর্ব নাজিরপুর গ্রামের। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজিরপুর গ্রামের আল আকসা জামে মসজিদের মুয়াজ্জিন ও একই গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। একই এলাকার এক প্রবাসীর স্ত্রী, টাকা ও স্বর্ণালংকার নিয়ে মোশাররফ হোসেন অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

সূত্রে আরও জানা গেছে, পরকীয়ার সম্পর্কে এরপূর্বে গত (২৫ এপ্রিল) প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পরেছিলেন মুয়াজ্জিন মোশাররফ হোসেন। পরবর্তীতে তিনি গত ২৭ এপ্রিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে  সদ্য দেশে ফেরা ওই প্রবাসী স্থানীয় সংবাদকর্মীদের জানান, গত কয়েক বছরে তার উপার্জিত অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ায় এখন তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুলাদী থানার ওসি জহিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © ২০২৫ বাংলা টপ নিউজ ২৪
ESAITBD Sof-Lab UAE/BD