লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক আজিজুল ইসলামকে ‘ডোনেট ফর গুড’ এর পক্ষ থেকে একটি বাসস্থান উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই উপহারটি হস্তান্তর করেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। তাঁর তত্ত্বাবধানে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা আমির প্রভাষক হাসেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম রফিক, কর্মপরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সহ-সেক্রেটারি ডা. সাহিদুল আলম নিরো সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত।