বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শাখার উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আজ শুক্রবার (২মে) সকালে পাটগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও হাট-বাজারে মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রচার চালানো হয়। লিফলেট বিতরণ করেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানা, সেক্রেটারী মেরু হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই যুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।