দুর্নীতির অভিযোগ থাকায় বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারসহ ১২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক পাঁচটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদকের অনুসন্ধান টিমের তদন্ত কর্মকর্তারা এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।
নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যরা হলেন, এস আলম গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) দৌহিত্র আরিফ আহমেদ,সনি, জাফর আহমদ ও তার ছেলে রিয়াদ আহসান।
পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুর আহসান ও স্ত্রী নার্গিস খানম। জিলস ওয়ারস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন তারেক, ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল আমিন। ওরিয়ন গ্রুপ-সংশ্লিষ্ট মেহেদী হাসান।