পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ভারতীয় বাহিনী ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সূত্রের বরাত দিয়ে বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, অপারেশন সিন্দুর সামরিক প্রতিশোধের চেয়েও বেশি কিছু ছিল। সন্ত্রাসবাদ-সম্পর্কিত নয়টি স্থানে ২৪টি সুনির্দিষ্টভাবে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা আর সীমান্ত সন্ত্রাসবাদ সহ্য করবে না, এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও সহ্য করবে না…।
মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বর, নীলম উপত্যকা, ঝিলাম এবং চকওয়ালে পরিচালিত হামলায় ৬০ জনেরও বেশি সন্ত্রাসী আহত হয়েছে।
ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে যুক্ত শিবিরগুলিকে লক্ষ্য করে এসব স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।