চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ৪টি আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশনে অবস্থান, শান্তিপূর্ণ রেলপথ অবরোধ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
কর্মসূচিতে জামায়াত নেতৃবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল ইসলাম, সমিতি’র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ দেলায়ার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির নেতা নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাব গঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অনান্যরা। পরে জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।
অবরোধ কর্মসূচীর কারনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাব গঞ্জ থেকে রাজশাহীগামী মল্লিকা কমিউটার ট্রেন স্টেশনে আটকা পড়ে প্রায় ৩০ মিনিট পর্যন্ত। সকাল ১০ টা ১৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি পৌনে ১১টায় রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যায়।
এসময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’র নেতৃবৃন্দ, চাঁপাইনবাব গঞ্জ পৌসভার সাবেক কাউন্সিলর শাহ নেওয়াজ খান সিনাসহ অন্যরা। বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে রেলের সমস্যা সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁসিয়ারি দেন বক্তারা।
বক্তারা জেলাবাসীর প্রাণের দাবীগুলো পুরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, রেলপথ অবরোধ কর্মসূচীর কারনে রাজশাহীগামী মল্লিকা কমিউটার ট্রেন সোয়া ১০টার পরিবর্তে ৩০ মিনিট পর পৌনে ১১ টায় ছেড়ে গেছে।
অবরোধ সম্পর্কে রেলওয়ে পশ্চিমাঞ্চলের উর্ধতন কর্মকর্তাদের জানানোর পর, আন্দোলনের প্রতিনিধি ব্যক্তিদের দাবি দাওয়া নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার আহবান জানালে অবরোধ তুলে নেন আন্দোলনকারী নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, সুশানের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।