মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর পরকীয়ায় জেরে স্বামীর বিষপানে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গত বুধবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত যুবক গণেশ মনিদাস (২৬) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী গ্রামের রবি মনিদাসের ছেলে। মনিদাসের ভাই সাগর মনিদাস বলেন, ‘আমার বউদি পরকীয়ার সঙ্গে জড়িত এমন অভিযোগে দাদার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।
এর জেরেই গত ১৪ মে বউদির সামনে সকাল ৬টার দিকে বিষপান করেন দাদা। বিষ পানের পর গুরুতর অসুস্থ অবস্থায় গনেশকে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঢাকার সোহরা-ওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
’
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।