মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ। পেশাদারিত্ব, নিষ্ঠা ও অপরাধ দমনে অসাধারণ ভূমিকার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
গত ২০ জুলাই, রোববার, মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। জেলা পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
ওসি এস এম আমান উল্লাহ তার দায়িত্ব পালনে আন্তরিকতা, আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় অনন্য ভূমিকার জন্য এই স্বীকৃতি অর্জন করেছেন। তার এই সাফল্য জেলার পুলিশ বাহিনীকে আরও বেশি উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে উপস্থিত কর্মকর্তারা মন্তব্য করেন।
এ সময় অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সালাউদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত ওসি আমান উল্লাহ তার এই সাফল্যের জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাকে কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন এবং ভবিষ্যতেও দায়িত্ব পালনে আরও বেশি আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।