মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চামারখাই গ্রামের মৃত ভিক্ষুক আমিলা বেগমের শেষ ইচ্ছা পূরণ করেছেন স্থানীয় গ্রামবাসী ও আত্মীয়স্বজন। তার মৃত্যুর পর তার নামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যা ছিল আমিলা বেগমের শেষ আকাঙ্ক্ষা।
গতকাল সোমবার (২২ জুলাই) সাটুরিয়া উপজেলার আইরমারা গ্রামে আমিলা বেগমের নাতি মোঃ জসিম উদ্দিনের বাড়িতে জোহরের নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করে আমিলা বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, আমিলা বেগম তার জীবদ্দশায় গ্রামবাসীর কাছে অনুরোধ করে যান যেন তার মৃত্যুর পর তার নামে দোয়ার আয়োজন করা হয়। তার এই শেষ ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে গ্রামবাসী এ উদ্যোগ নেয়।
এদিকে, আমিলা বেগমের রেখে যাওয়া ৮০ হাজার টাকার একটি অংশ আত্মসাৎ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে প্রশাসনের সহযোগিতায় ৬০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় চামারখাই কৃষি সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের মধ্যস্থতায় এই টাকা ফেরত দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
আমিলা বেগমের নাতি মোঃ জসিম উদ্দিন বলেন,”আমার দাদীর শেষ ইচ্ছা পূরণ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
এই ঘটনায় গ্রাম্য সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা সামাজিক সম্প্রীতি ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে