চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের চালানো বিশেষ অভিযানে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিবগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার বাগান টুলি এলাকা থেকে গ্রেফতার করে মোঃ সফিউল ইসলাম ওরফে ‘কানা নিরব’ (২৭) নামের এক ব্যক্তিকে, যিনি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে, নাচোল থানা পুলিশ পৃথক অভিযানে ইসলামপুর গ্রামের মৃত বেলাল আনসারীর ছেলে মোঃ মঞ্জুর আনসারী (৪২), যিনি নাচোল পৌর ছাত্রলীগের সদস্য এবং ঘিওন ডাউনপাড়া গ্রামের মোঃ অমিত হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের একজন সদস্যকে গ্রেফতার করেছে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে হুজরাপুর এলাকার মৃত আঃ মালেকের ছেলে শহিদুল ইসলাম ও মহারাজপুর ইউনিয়নের দুরুল হুদা নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তবে কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য জানায় নি। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। অভিযান পরিচালনা করে সদর, শিবগঞ্জ ও নাচোল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্র ও যুব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন।
পুলিশ বলছে, জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলী গের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন রেজা এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্বাচিপ এর জেলা সভাপতি ডাঃ গোলাম রাব্বানী কে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও ডাঃ গোলাম রাব্বানী কে সদর মডেল থানার মালখানা লুটের মামলায় এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন রেজা কে বিস্ফোরক মামলায় তদন্ত প্রাপ্ত অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এক কর্মকর্তা।
অন্যদিকে, গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামান উদ্দীন ভেন্ডার কে বুধবার বিকেলে নিমতলা কাঠাল মাদ্রাসা মোড়ে আটক করে পুলিশ।