ঈমানের তকদির ললাটে মাখি
মৃত্যুর মিছিলে কে যাবি আয়,
বাতিলের দাবি রুখিতে হবে-
দরাজ গলায়, আল্লাহু আকবর।।
মহানের মহত্ব করিব বয়ান-এইবার
উচ্চ করে শির……………….
কারবালার ময়দানে যুদ্ধের ডাক
আয়; শহীদের তাড়া নিয়ে বীর।।
সত্য, সুন্দর আর ন্যায়ের পথে
দিতে হবে প্রাণবলি-
ইয়াজিদের সান দেওয়া খড়গের নীচে
জীবনের হবে কোলাকুলি।।
মরুর পথে এই বার দিতে হবে
রক্তের সামিয়ানা পাতি-
জালিমের গলায় পড়াতে হবে
সিমারের কলংক রাখি।।
নাস্তিক, মুশরিক আর কাফিরের দল
এইবার হবে তারা; হবে পদদল,
নিশাচরা পাখী মোরা, গাইবো জিহাদের গান
সত্য পথে যায় যাবে, এই দেহ-প্রাণ।।