মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে সাটুরয়া থানা পুলিশ। গ্রেতাররা ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
সাটুরিয়া থানা পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও দড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৫৫), দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবহান এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী (৪৫)।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান কে গোলড়া সন্ত্রাস বিরুধী মামলা এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবহান এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী কে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগুন দেবার মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।