চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারানপুর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণকালে ও এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ রহমত আলীসহ সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় নারানপুর ইউনিয়নের প্রায় ৪০০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ৬ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম গুড়, ১ কেজি মুড়ি (দুই প্যাকেট) ও ১ প্যাকেট টোস্ট বিস্কুট বিতরণ করা হয়। বিএনপি নেতা হারুনুর রশীদ বলেন, “বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা দেখেছি।
দলীয় নির্দেশনা অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ সহায়তা সামান্য হলেও তাদের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে।” স্থানীয় নেতারা দাবি করেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও একযোগে কাজ করা প্রয়োজন, যাতে বন্যার্ত মানুষ দ্রুত সহায়তা পায়।