রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন চার কন্যার পিতা ৫১ বছর বয়সি শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোর্শেদ খান বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র নেন।
মনোনয়নপত্র নেওয়ার পর মোর্শেদ খান বলেন, “আমার বয়স এখন ৫১ বছর। গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে পড়ি। “রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়নপত্র নিয়েছি।
এই পদে জয়ের জন্য আমি আশাবাদী; কারণ বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চেনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন।
আশা করি, একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাড়াবেন ও ভোট দেবেন। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব। মোর্শেদ খানের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে।