জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের ডেপুটি ডাইরেক্টর আকতারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও তার স্ত্রী শেরীফার বিরুদ্ধে ক্ষমতার অপ-ব্যবহার করে দলের মনোনয়ন বাণিজ্যসহ ঘুষ-দুর্নীতির মাধমে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তারা দুর্নীতির এই টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ আছে। এসব অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে।