ভারতীয় টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার (৪ সেপ্টেম্বর) বাড়িতে টেলিভিশন দেখার সময় হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হলে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
তার স্বামী ইন্দ্রনীল মল্লিক জানিয়েছেন, সায়ন্তনীর কোনো শারীরিক সমস্যা ছিল না, তিনি একেবারেই সুস্থ ছিলেন। হঠাৎ এভাবে ব্রেন স্ট্রোক হওয়ায় পরিবার এখনও দুশ্চিন্তায় রয়েছে।
তবে চিকিৎসার পর রোববারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কমপক্ষে ১৫ দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।