ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) লাইভ সংবাদ প্রচারের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক মারা গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কার্জন হলের ভেতরে সংবাদ প্রচারের সময় এ ঘটনা ঘটে।
তরিকুল শিবলী ‘চ্যানেল এস’ এ সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার সহকর্মী সোহেল রানা জানান, ঢাবির কার্জন হলের ভেতর থেকে লাইভে যুক্ত ছিলেন তরিকুল। হঠাৎ তিনি অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুর। তার বাবার নাম এ কে এম শাহিদুল্লাহ। ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই কন্যার জনক ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।