ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচন নিয়ে কোন হানাহানি মারামারি থাকবে না। দেশের জনগন আজ ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা পরিস্কার ভাষায় দাবী করতেছি পিআর পদ্ধতিতে নির্বাচনহতে হবে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণ-সমাবেশে একথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-মানিকগঞ্জ জেলা শাখার সভপাতি মাওলানা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।
এই সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম, মানিকগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা সামসুদ্দিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।