চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের পৃথক ২টি অভিযানে জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ৩ জন বাংলাদেশী চোরাকারবারী এবং সোনামসজিদ সীমান্তে গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যানসহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালার মোঃ এমতাজুল এর ছেলে মোঃ শামিম হোসেন (২৭) একই এলাকার সঞ্জয় কর্মকারের ছেলে শ্রী পলাশ কর্মকার (২৩), শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুরের মোঃ ছাত্তারের ছেলে মো: মিজানুর রহমান (২৩) এবং শিবগঞ্জ উপজেলার ভবানীপুর উমরপুর গ্রামের মোঃ সেতাবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫)।
বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার লোর রাত ৪ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাই-নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩ বাংলাদেশী চোরাকারবারী অবৈধভাবে জনৈক ভোলাহাটের জিন্নানগর গ্রামের মোঃ সামাদ এর ছেলে মোঃ আমিনুল ইসলাম এর নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
পরবর্তীতে বিজিবি’র ০১টি চৌকস টহলদল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে আটক করতে সক্ষম হয়।
চোরাকারবারীদের নিকট হতে ৩টি বাটন মোবাইল ফোন (বাংলাদেশী সিমসহ) এবং ভারতীয় ৭০ রূপি উদ্ধার করা হয়। চোরাকারবারীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের পর মোবাইল ফোন ও ভারতীয় রূপিসহ ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়াও ১৬ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টার দিকে ৫৯ বিজিবি অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিওপি’র দায়িত্বপূর্ণ কানসাট গ্রামস্থ ০১টি ব্রীজের উপর অভিযান পরিচালনা করে।
অভিযানে টহলদল চোরাকারবারী মোঃ মিজানুর রহমান কে ০১টি ব্যাটারি চালিত ভ্যান এবং ৩.৭ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীসহ গাঁজা ও ভ্যানের বিষয়ে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।