শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী আন্তর্জাতিক উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব আহমেদ।
শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা শিহাব ২০১৬ সালে তুরস্কে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখানে গড়ে তোলেন ব্যবসায়িক সাম্রাজ্য এবং বর্তমানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকা চাঁদ ও বাংলাদেশে তার মালিকানায় একাধিক প্রতিষ্ঠান রয়েছে।
গত ৮ বছর ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে হাতীবান্ধা ও পাটগ্রামে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এ সময় তিনি ২৫ হাজার পরিবারে নলকূপ স্থাপন, এক হাজারের বেশি মসজিদ-মাদ্রাসায় এতিম খানায় ওযুখানা নির্মাণ, শারীরিক প্রতি-বন্ধিদের হুইল চেয়ার প্রদান, মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান, শিশু বিকাশ একাডেমী ও টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। এছাড়া দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে থেকেছেন সর্বাগ্রে।
নির্বাচনী অঙ্গীকারে শিহাব আহমেদ জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ৫ হাজার তরুণের কর্মসংস্থান এবং ২ হাজার তরুণকে বিদেশে চাকরির সুযোগ করে দিতে চান তিনি। পাশাপাশি দুই উপজেলাকে বেকারত্বমুক্ত ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শিহাব আহমেদ বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি, এসেছি মানুষের সেবা করতে। নির্বাচিত হলে হাতীবান্ধা-পাটগ্রামের প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো জ্বলবে ইনশাআল্লাহ।