মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকদ্রব্য ও ওয়ারেন্টের তালিম বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি ও এক ওয়ারেন্টের প্রাপ্ত আসামিসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন অভিযান চালিয়ে ভান্ডারীপাড়া এলাকায় রুবেল হোসেনের বারড়ীর নামকস্থান থেকে পুলিশের এক বিশেষ অভিযানে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের মো: ইনাম আলীর ছেলে জহিরুল ইসলাম (২৩), একই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে রাকিব হোসেন (২১)ও ওয়ারেন্টের প্রাপ্ত আসামী মো: সাকিল হোসেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা,মানিকগঞ্জ এবং আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।