বেশ্যার প্রেমে পড়ার ইচ্ছা
-অনেক দিন থেকেই
যারা `নটির’ তকমা নিয়ে
জীবনের হাটে জীবিকা চালায়।।
‘দেহ’ পয়সার দরে বিক্রি করে
তপ্তদেহের জ্বালা মিটায়
‘নগ্ন বুকের হিংস্র থাবায়’
-হৃদয়ের রক্ত ক্ষরণে।।
লজ্জা শরমের মাথা খেয়ে
নিতম্ব দুলিয়ে ‘পসরা’ জমায়
অনাদরের ‘পতিতার বাজারে’
-আনন্দের আদিম হাটে।।
ভালবাসা, আশা ও অভিলাশ কে
নিত্যই, কংসের বাহুতে সপে দেয়
দু‘মোঠু অন্নের আশায়-
নষ্ট মানুষের নষ্ট ভালবাসায়।।
অন্ধবিশ্বাসে, অর্থের মাপকাটিতে
জীবনের হিসাব কষে,
‘মীরাবাঈদের প্রতিছবি নিয়ে
একদিন আমরাও স্বর্গ দেখবো বলে !