সাটুরিয়ায় দেড় মাসেও সন্ধান মেলেনি সুমাইয়া আক্তারের (১৬)। মেয়েকে হন্ন্য হয়ে খুঁজছেন আহত পিতা-মাতা।
জানান যায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে খাশের চর গ্রামের সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তার (১৬) হরগজ বাজার হতে হারিয়ে যায় গত ১৪ (আগষ্ট)।
ঘটনার বিবরন, ১৪ (আগষ্ট) একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অন-লাইনে আবেদন করতে হরগজ বাজারে আসেন সুমাইয়া আক্তার। তারপর থেকে সে আর বাড়ী ফিরে যায়নি। এ বিষয়ে সুমাইয়ার বাবা সিরাজুল ইসলাম সাটুরিয়া থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম ও সুমাইয়া আক্তারের মা নিলুফা ইয়াসমিন জানান, দেড় মাসেও আমার মেয়ের সন্ধান এনে দিতে পারেনি কেউ । আমার মেয়ের সন্ধান এনে দিন, সে জীবিত আছে না মৃত। যে কোন মূল্যে আমি আমার মেয়ের সন্ধান চাই।
এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে ভিক্ষা চাই। বিশেষ করে সাটুরিয়া থানা পুলিশসহ সর্বস্তরের প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান, অভিযোগটির ব্যাপারে আমরা অবহিত আছি। এই বিষয়ে উপ-পরিদর্শক রায়হান কে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
এ ব্যাপারে, তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রায়হান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আমরা তৎপর রয়েছি। তদন্ত কাজ চলমান আছে। আশা করি খুব দ্রুতই আমরা আপনাদের একটি ভাল খবর দিতে পারব।