সাটুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং ভয়াবহ তান্ডব চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করেছে। সাথে মারধর করে ৫ জনকে আহত করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার উত্তর মালশী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে ওই এলাকার জুলহাসের মুদি দোকানের দক্ষিণ পূর্ব পাশে কেরাম খেলা নিয়ে প্রতিবেশী সাদ্দামের মধ্যে বাকবিতণ্ডা হয়। তুচ্ছ এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতে ৮ টার দিকে মালসি গ্রামের জুলহাস, সোলাইমান , জাকির হোসেন, আব্দুল সালাম, বাদশা, আব্দুল সালাম, রাজীব হোসেন, সজিব হোসেন, মোঃ স্বপন, মোঃ সুলতান, মোঃ শিমুল,আব্দুল হালিম, সজিব , আনসার , মাইজুদিনসহ আরো ৫-৬ জন কিশোর সাদ্দামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক মারপিট ও ভাঙচুর চালায়।
এ সময় অন্তত পাঁচজন আহত হয়। গুরুতর আহত সাদ্দাম হোসেন ও বাদশা মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মস্তিষ্কে গুরুতর জখম ওই ২ মানিকগঞ্জের আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাদ্দাম হোসেন জানান, এ বিষয়ে সাটুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হলে ও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার গ্রেফতার করতে পারেনি। তারাশঙ্কা যেকোন মুহূর্তে দুর্বৃত্তরা আবারো হামলা চালাতে পারে।
হামলায় আহত বাদশা মিয়া বলেন, সাটুরিয়া থানার ওসি প্রথমে অভিযোগ গ্রহণ করেনি। পরবর্তীতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযোগ আমলে নেয়। আমরা পুলিশের ভূমিকা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতার করা হবে।