মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেঙ্গুতে মারা যাওয়া ছেলের মরদেহ দেখার পরপরই এক মায়ের মৃত্যু হয়েছে।রোববার (১৯ অক্টোবর) ভোরে ছেলে আব্দুল আওয়াল হোসেনের মরদেহ বাড়িতে পৌঁছালে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আব্দুল আওয়াল উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সাহেবপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল হোসেন গত কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাত সোয়া ২টার দিকে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার ভোরে আওয়ালের মরদেহ বাড়িতে পৌঁছায়। এসময় ছেলের নিথর দেহ দেখে মা রেহেলা আক্তার (৬৯) শোকে অজ্ঞান হয়ে যান। এরপর চিকিৎসক (বড় ছেলে) রেহেলা আক্তারকে মৃত ঘোষণা করেন।