হে স্রোতস্বিনী’,
তুমাকেই খোজেঁ মরি
জগৎ প্রবাহদ্বারে
করুনার ভিক্ষা মাগি- ‘হে প্রিয়’
দাও, বাহু দু‘খানি বাড়িয়ে।।
তুমারী তরে ভিখারী আমি
আজ, রাজন-রজত ঘুরি,
স্বপ্ন দেখি, অ-দেখারে
মানস- কল্পনা জুড়ি।।
হে প্রিয় মোর, আধাঁরের-আলো
– প্রদীপান্ত আশা,
অশুচিতার-শুচীপত্র
-বিশ্বাস-ভালবাসা।।
মনিকা তব, তোমা-নগ্ন বক্ষে শুয়ে
চির-নিদ্রায়-কেটে যাক
মহাকাল, মহাযুগের বৈরীতা –
মিলন মহীরূহে।।
ধূ‘সর বীনার তার
এই ধরা পরাগ দুলে,
মিলডীর বিতান ছড়াক
ধূপ- নহর তুলে।।
ভালবেসে তুমি-আমি
ফিরে যাই, মৃত্যুর কাছাকাছি
যেথায়, বিপন্ন ধারা বয়ে-
আসা-যাওয়ার, কালস্রোত।।