মানিকগঞ্জের সাটুরিয়ায় তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের প্রোডাকশন সিওও কর্তৃক একজন সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের দুই কর্মকর্তা, একজনের নাম হাবিবুর রহমান হাবিব বলে জানা যায়। তাঁরা শ্রীলঙ্কার নাগরিক ও ঘটনার মূল অভিযুক্ত প্রোডাকশন সিওও শাশাংকা জয়া উইকরমাকে সঙ্গে নিয়ে ঘটনাটি মিটমাট করার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করছেন।
২৭( অক্টোবর) সোমবার তাদেরকে জেলা নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর (এলজি ইডি) কার্যালয়ে তাদের দেখা যায়। জানা যায়,সম্প্রতি ঢাকা-আরিচামহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় একটি সেতুর কাজের কারণে তারাসিমা অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানার ব্যবহৃত পানি পরিশোধন ও নিষ্কাশনের পাইপলাইন সরাতে ও মেরামতের অনুমোদনের জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)-এর কাছে আবেদন করে।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: আব্দুল আলীম তদন্তের জন্য কারখানার ভেতরে যান। কারখানা কর্তৃ-পক্ষের সঙ্গে আলোচনার সময় হঠাৎ করেই প্রোডাকশন সিওও সেখানে উপস্থিত হয়ে সরকারি কর্মচারীর সঙ্গে অত্যন্ত রূঢ় ও আপত্তিকর ভাষায় কথা বলতে শুরু করেন।
পরিস্থিতি একপর্যায়ে সহিংস রূপ নেয় যখন সিওও উপস্থিত লোকজনের সামনেই সরকারি কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি তাঁর ছবি ও ভিডিও ধারণ করে তাঁকে কারখানা থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, শ্রীলঙ্কার নাগরিক শাশাংকা জয়া উইকরমা কুমিল্লার বারিদি গার্মেন্টস লিমিটেড-এর ওয়ার্ক পারমিটে বাংলাদেশে এসেছেন এবং ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে বিটপি গ্রুপের তারাসীমা অ্যাপারেলস লিমিটেড-এ প্রোডাকশন সিওও হিসেবে কর্মরত আছেন।
এ বিষয়ে উক্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমরা শাশাংকা জয়া উইকরমাকে জেলা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করার জন্য নিয়ে গিয়েছিলাম।