মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারীয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের সাটুরিয়া শাখায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোচ্ছা: ইয়াসমিন খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শনকরেছেন।
রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার গ্রামীণ ব্যাংকের সাটুরিয়া শাখার সামনের অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। ঘটনাটি নাশকতা বলে ধারণা করা হচ্ছে, তবে কে বা কারা এর সঙ্গে জড়িত,সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,এই নাশকতার ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।