মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও দলটির অঙ্গসংগঠনে পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তালুকদার দাউদ (৪২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আলিয়ার, উপজেলা আওয়ামী লীগের সদস্য চান্দিরচর গ্রামের ইসরাফিল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমূল্য বিশ্বাস। তিল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।
থানা সূত্র জানায়, গ্রামীণ ব্যাংকের উপজেলার দরগ্রাম ব্রাঞ্চে আগুন দেওয়ার ঘটনায় গত সোমবার ব্রাঞ্চ ম্যানেজার মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে একটি মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এ এম আল মামুন বলেন,‘অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।