মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ,দুর্নীতি ও বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে।
সম্প্রতি এ বিষয়ে শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আজ (১৬ নভেম্বর) শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন,বানিয়াজুরি ইউনিয়নের সরকারি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো: মোনায়েম খান।
অভিযোগ সূত্রে জানা গেছে,২০২৪-২৫ অর্থবছরে বানিয়াজুরি ইউনিয়নের সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দকৃত ৪ লাখ ৬৭ হাজার টাকার মধ্যে ৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা ২১টি ভুয়া খাতে উত্তোলন করা হয়েছে।কর্মচারীদের পোশাক বাবদ ১৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও,সেই অর্থ কর্মচারীরা পাননি। প্রতিষ্ঠানে পানি সরবরাহ ব্যবস্থা না থাকা সত্ত্বেও ২৫ হাজার টাকা খরচ দেখানো হয়েছে।
বইপত্র,রসায়ন দ্রব্য, আসবাবপত্র এবং কম্পিউটার খাতে মোট ১ লাখ টাকা খরচ দেখানো হলেও বাস্তবে কোনো ব্যয় করা হয়নি বলে অভিযোগ রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি বাবদ ৬২ হাজার ৬৯৭ টাকার হিসাব না দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে।
অপর দিকে শিক্ষক-কর্মচারীরা এই দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। অধ্যক্ষ জানান,তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।