লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি আদায়ে আরও কঠোর অবস্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এবার তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, ঘোষণা দিয়েছেন। যার আওতায় সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বর্জন ও স্কুল তালাবদ্ধ করে রাখা হবে।
একই সঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় নেতারা জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তারা বলেন, অর্থ-মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী ২২ দিন পার হলেও দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তাই তারা বাধ্য হয়ে এই কর্মসূচির ডাক দিয়েছেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হবে সম্পূর্ণ শাটডাউন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়া সংক্রান্ত জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
এ ব্যাপারে প্রাথমিক বিদ্যালয় ‘সহকারী শিক্ষক সমিতির’ (কেন্দ্রীয় কমিটি) যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কাশেম (বিদ্যুৎ) জানান, কোমলমতি শিক্ষার্থীদের প্রতি শতভাগ সহমর্মীতা রেখেই আমরা বলতে চাই, আমাদের দাবি ন্যায্য। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। তবে, দাবি মেনে নেয়া হলে আমরা তাৎক্ষণিক ক্লাসে ফিরে যাব।