ধর্ম অবমাননা ও মহান আল্লাহকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান জামিন আবেদন নামঞ্জুর করেন।
এই সময় মামলার শুনানিতে আদালত প্রাঙ্গনে টানটান উত্তেজনা দেখা দেয়। অর্ধশতাধিক আইনজীবী আসামী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই বলে মিছিল করেন। এসময় উত্তপ্ত জনতাকেও আদালতের বাইরে অবস্থান করতে দেখা যায়।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি আ.ফ.ম নুরতাজ আলম বাহার বলেন, ‘বাউলরা যেন ভবিষ্যতে আল্লাহ ও কোরআন না জেনে, না বুঝে মনগড়া বক্তব্য না দেন, সেটি বিষয়টি নিশ্চিত করতে আমরা আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আদালত আমাদের দেওয়া নথির তথ্য সঠিক পাওয়ায় ওই বাউলের জামিন নামঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসরে বাউল আবুল সরকার ইসলামধর্ম ও আল্লাহকে নিয়ে কূটক্তি করে কথা বলেন। এতে ইসলাম ধর্মের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ইসলাম ও মহান আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা বাংলাদেশে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।