শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আদিনা ফজলুল হক সরকারি কলেজে অলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, আলোচনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ ইউসুফ আলী। জোহর নামাজের পর কলেজ মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।