কামনা বিলাসী আমি
চলি, কল্পনার হাত ধরে,
অনাগত আশা-আবেগী ভাষা
ফ্রি‘তে, ফেরি করে।।
পরন্ত অবকাশের স্বর্ণালীছায়
দাঁড়িয়ে ভাঙ্গা কূলে
নিলীমার প্রসারনে এখনো-
মন উঠে দোলে।।
ভাবণার হাত ধরে
জীবনের ছবি আকিঁ,
উর্মিলার কুহুঁ ডাকে
বসন্ত উঠে জাগি।।
নীলাম্বর আকাশ হতে
নীল পরিরা এসে
চুপি চুপি কথা কয়
আবেগের ঢেউয়ে ভেঁসে।।
প্রাপ্তির ধার ঘেঁষে
চিন্তার গতি পথ-
থেকে থেকে জেগে উঠে,
প্রতিকূল অভিমত।।
তবু আছি বেশ-ঘুরে দশ-দেশ,
সময় শেষের বেলা,
প্রমিলারা ‘হাক-ডাকে-
দাঁড়াও, ‘দুঃখ ফেরিওয়ালা’।।
https://forum.daffodilvarsity.edu.bd/index.php/topic,64949.0.html