সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অভিজ্ঞ ও পরিচিত খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন সাবিনা খাতুন।
মঙ্গলবার বাফুফে ঘোষিত দলে সাবিনা খাতুনের পাশাপাশি জায়গা পেয়েছেন মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকারের মতো নিয়মিত মুখগুলো।
প্রাথমিক দলে থাকা তিন খেলোয়াড় উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি শেষ পর্যন্ত জায়গা পাননি।
চূড়ান্ত দলে ফিরেছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য মার্জিয়া। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে দলে।
আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এটি প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
বাংলাদেশের চূড়ান্ত দল-
সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জুলি।