মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাধীনস্ত সকল প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বিনামূল্যে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ ১লা জানুয়ারী (বুধবার) সকাল ৯টা হতে এই কার্যক্রম শুরু হয় এবং তা বিরতিহীন ভাবে বিকেল তিনটা পর্যন্ত চলমান থাকবে বলে জানাগেছে।
এর ধারা বাহিকতায় নতুন বই বিতরণ সম্পূর্ন করেছে-চাচিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণও। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল ও আনন্দে মাতোয়ারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন বছরের সাথে নতুন বই হাতে পাওয়ায় শিক্ষাথীদের মাঝেও সৃষ্টি হয়েছে আনন্দের নতুনমাত্রা। সকল আশঙ্কা ও অনিশ্চিয়তাকে পিছনে ফেলে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেখে শিক্ষক ও অভিবাবকরাও আনন্দবোধ করছেন।

এই ব্যাপারে চাচিতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন তিনবারের প্রাধানমন্ত্রী বেগম খালেদার জিয়া মৃত্যুতে রাষ্ট্রীয় ভাবে তিন দিনের জাতীয় শোক চলমান রয়েছে। তার মধ্যেই সংর্কীন পরিসরে সরকারী নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করছি।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূরজাহান বেগম জানান, সরকারী বিধি নিষেধ থাকায় এবারের বই বিতরণে অনুষ্ঠানিক কোন আয়োজন করা হয়নি। তবে ছাত্র-ছাত্রীদের নতুন বই হাতে পাবার ঐকান্তিক ইচ্ছা আমাদেরকে সব সময়ই অনুপ্রানিত করে। নতুন বই হাতে পেয়ে একদিকে শিক্ষার্থীরা যেমন খুশী অণ্যদিকে আমরাও আনন্দবোধ করছি।

প্রাথমিক ও গণশিক্ষা সূত্র জানাগেছে, এ বছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত ছিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধ থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, শিক্ষা অধিদপ্তরের চিঠিতে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণের কথা বলা হয়েছে। তবে এই পাঠ্যপুস্তক বিতরণকালে সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহারের কথাও জানানো হয়।
উল্লেখ্য, এবার ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণে জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।