আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ–৩ আসনে দাখিল হওয়া ১২টি মনোনয়ন পত্রের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানান।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, এবি পার্টির রফিকুল ইসলাম জনি এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, সব মনোনয়নপত্র বিধি অনুযায়ী বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে।
তবে যেসব প্রার্থী আপত্তি বা অসন্তোষ রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।