জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভোট গণনায় ব্যবহৃত মেশিনে কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন জকসু নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।
তিনি বলেন, “ভোট গণনার জন্য দুটি প্রতিষ্ঠান থেকে ছয়টি মেশিন সংগ্রহ করা হয়েছিল। তবে কারিগরি সমস্যার কারণে একই ব্যালটে ভিন্ন ফলাফল আসছে। বিষয়টি সমাধান না হওয়ায় আপাতত ভোট গণনা স্থগিত করা হয়েছে।”
নির্বাচন কমিশনার আরও জানান, কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।